কয়রায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। কয়রা উপজেলা পানি কমিটির আয়ােজনে দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগিতায় এবং উত্তরণের এক্সসেস প্রকল্পের বাস্তবায়নে ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় মানবব্ধন অনুষ্ঠানে বক্তৃত করেন সমাজ সেবক অধ্যপক আবম আব্দুল মালেক, কয়রা উপজেলা পানি কমিটির সহ সভাপতি এম আনােয়ার হােসেন, ডাক্তার নুর ইসলাম খােকন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিককার আলম, পানি কমিটির সদস্য আবু হাসান , উপস্থিত ছিলেন উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডলসহ পানি কমিটর নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..