শনিবার (৯ আগস্ট) কয়রা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারআয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সুন্দরবন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সংস্থা (সাউস) এই অনুষ্ঠানের আয়োজন করে। মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে এই জনগোষ্ঠী তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তা নিয়ে এখন থেকেই পরিকল্পনা করা প্রয়োজন।
কয়রা উপজেলার মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের রাজা গ্রীরেন্দ্রনাথ মুন্ডার সভাপতিত্বে ও সাউসের সাধারণ সম্পাদক প্রভাষ মুন্ডার সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দিন, সাউসের সভাপতি বলয় কৃষ্ণ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক অবনীশ মুন্ডা, এবং স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি রবেন মুন্ডা, কবিতা রানী মুন্ডা ও সৌমেন মুন্ডা প্রমুখ। বক্তারা সমাজে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভার পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।