খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু'র লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র:) (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র উদ্ধার করার পর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নৌ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের নিশ্চিত করেছেন। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম। তিনি জানান, লাশটি নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করেন।
নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয এক ঝালমুড়ি বিক্রেতা তাকে লাফ দিতে দেখেছে বলে পুলিশকে সে জানায়।ওয়াহিদুজ্জামান বুলু'র স্ত্রী অনেকদিন ধরে নিখোজ ছিলো।
এ জাতীয় আরো খবর..