খুলনার কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় দুই জন, একটি মামলায় একজন এবং অপর একটি মামলায় আরও দুই জন আসামি রয়েছে।
২৯ আগস্ট (শুক্রবার) কয়রা থানা পুলিশের একটি বিশেষ দল গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সাতহালিয়া গ্রামের মৃত সাবুর আলী শেখের ছেলে মোঃ সেলিম শেখকে সিআর ২২৬/২৩ নং মামলায় ও বায়লাহারানিয়া গ্রামের আজু সানার ছেলে নুর মোহাম্মদ সানাকে জিআর ২২৬/২৩ নং মামলায় এবং অর্জুনপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী মোছাঃ তাসলিমা খাতুনকে সিআর ৫৭২/২৩ নং মামলায় গ্রেফতার করা হয়।
একই অভিযানে কয়রা থানার মামলা নং-১৭(৮)২৫ এর এজাহারভুক্ত আসামি ভাগবা গ্রামের মোঃ মকবুল সরদারের ছেলে নুর মোহাম্মাদ সরদার (২৬) এবং ভাগবা গ্রামের মৃত শওকত সরদারের ছেলে মোঃ মকবুল সরদার (৬০)-কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম ইমদাদুল হক জানান,গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এ জাতীয় আরো খবর..