খুলনা, বাংলাদেশ
রবিবার | ডিসেম্বর ২২, ২০২৪ | ১১:৩৭ রাত

কয়রায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

কয়রায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস  পালিত
কয়রায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৪ | সোমবার | রাত ১১:১৯

মহান বিজয় দিবসের সূচনায় খুলনার কয়রা উপজেলায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষ্যে সকাল ৬.৩০টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন,বিএনপি ও এর অঙ্গসংগঠন,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮.৩০ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।এসময় কয়রা থানা পুলিশের এসআই সুজিতের নেতৃত্বে একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস,কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম ইমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার জি এম মাওলা বক্স ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা প্রতিনিধি গোলাম রব্বানী। প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র সালাম গ্রহণ শেষে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের  উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় কয়রা উপজেলায় উৎপাদিত স্থানীয় পণ্য,চারু ও কারুকলা নিয়ে গড়ে তোলা আড়ম্বরপূর্ণ বিজয় মেলা উদ্বোধন করা হয়। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান,গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি।

এছাড়া দিনব্যাপী কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।