- সেন্ট্রাল ডেস্ক
- ·
- খুলনাঞ্চল
- ·
- ৬ ডিসেম্বর, ২০২৪ | রাত ১০:৩১
সেন্ট্রাল ডেস্ক | ৬ ডিসেম্বর, ২০২৪ | শুক্রবার | রাত ১০:৩১
কর্মী সম্মেলন উপলক্ষে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই ডিসেম্বর(শুক্রবার) সকাল ৮ টায় কয়রা উপজেলা সদরে বায়তুল হামদ জামে মসজিদে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।আমীরে জামায়াতের আগমন ঘিরে প্রস্তুতিমূলক সভায় দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কয়রা উপজেলা আমীর মাওঃ মিজানুর রহমান।তিনি আরও বলেন, কেন্দ্রীয় আমীরের সফর উপলক্ষে নেতাকর্মীরা উৎফুল্ল ও উজ্জীবিত হয়ে উঠেছে।কর্মী সম্মেলন সফল করতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওঃ আবুল কালাম আজাদ উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন এবং কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ আবুল কালাম আজাদ বলেন,কয়রা-পাইকগাছা অঞ্চলের মানুষ ইসলাম প্রিয় ও ধার্মিক। বিগত স্বৈরাচার সরকার এই অঞ্চলের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালিছে। কিন্তু এই ইসলাম প্রিয় তাওহিদি জনতাকে ইসলাম থেকে দূরে সরাতে পারেনি।তারা ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে শত জুলুম নির্যাতন সহ্য করে ঈমানের পরীক্ষায় জয়ী হয়েছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতনের পরে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে দলীয় নির্দেশনা মেনে চলেছেন।তাই কেন্দ্রীয় আমীর ডা.শফিকুর রহমান নেতাকর্মীদের কার্যক্রমে খুশি হয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন। এছাড়া এই সফর আগামী দিনে উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ময়দানে নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে সহায়ক হবে।ইনশাআল্লাহ,কয়রা উপজেলা সর্বস্তরের মানুষের সহযোগিতায় কর্মী সম্মেলন সফল হবে।এ সময় সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর খুলনা জেলার সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ সহ কয়রা উপজেলার ৭ ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও ৬৩ টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।