- নিজস্ব প্রতিবেদক
- ·
- খুলনাঞ্চল
- ·
- ২২ ডিসেম্বর, ২০২৪ | দুপুর ১০:২২
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০২৪ | রবিবার | দুপুর ১০:২২
আটককৃতরা হলেন, কয়রা ১ নং আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামের কুদ্দুস সরদারের পুত্র আবু সুফিয়ান (২৪)ও একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আহম্মদ আলী গাজীর পুত্র আবু হানিফ(৩০)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জি এম এমদাদুল হকের নির্দেশে এসআই প্রণয় মন্ডল ও এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।