খুলনার কয়রা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় কয়রা সদরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সুবির কুমার দত্তের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহমুদ, মৎস্য চাষি রাসেল আহমেদ, রিপন হোসেন, কবি আঃ রাজ্জাক মদিনাবাদী প্রমুখ। আলোচনা শেষে কয়রা উপজেলার মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বতুল বাজার গলদা চিংড়ি চাষী ক্লাষ্টারকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ জাতীয় আরো খবর..