খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের সামিরা খাতুন (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু সামিরা অগ্রগতি গ্রামের বাসিন্দা মোঃ শাহ আলম গীতাদার ও বিলকিস বেগম দম্পতির একমাত্র কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়,গত ২৬ আগষ্ট (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৫ঃ৩০ মিনিটে ঘুগরাকাটি বাজারে সামিরা তার চাচা নসরুল্লাহর চায়ের দোকানে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায় নি।
নিখোঁজ শিশুকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে ২৭ আগষ্ট (বুধবার)কয়রা থানার একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন।যার নং:১১৪৫
কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক বলেন, নিখোঁজ শিশুকে খুঁজতে পুলিশর একাধিক টিম কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন হাট-বাজার সহ অনলাইন যোগাযোগ মাধ্যমে থানা ও জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রচারণা চালানো হয়েছে।এই বিষয়ে যদি কেউ কোন তথ্য পান তাহলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করছি।
এ জাতীয় আরো খবর..