খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার | এপ্রিল ০৮, ২০২৫ | ০৩:০০ রাত
logo

কয়রায় যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে সুন্দরবনের অপরাধ জগতের গডফাদার আবু সাঈদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | বৃহস্পতিবার | রাত ৮:১৭

খুলনার কয়রায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে সুন্দরবনের নানান অপরাধ জগতের কিং আবু সাঈদ বিশ্বাস নামের এক ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

তিনি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। 

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় সুতির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্ট প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অবৈধ অস্ত্র ব্যবসা, বনদস্যুদের অস্ত্র সরবরাহ, বনদস্যুদের খাবার সরবরাহ এবং সুন্দরবনে বীষ দিয়ে মাছ শিকারের সিন্ডিকেট পরিচালনা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।