কয়রা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে একটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামিও গ্রেফতার হয়েছেন। কয়রা-পাইকগাছা সড়কের মদিনাবাদ ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মদিনাবাদ গ্রামের মোঃ সেলিম গাজীর ছেলে মোঃ সোহেল গাজী (২৫) এবং মদিনাবাদ (কাছাড়ীবাড়ী) গ্রামের শফিকুল সানার ছেলে আলামিন ইসলাম সানা (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৮৫ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান , গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সোহেল গাজী ও আলামিন ইসলাম সানাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একই অভিযানে এফসিআর-০২/২১ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জোড়শিং গ্রামের মৃত ভোলাই গাজীর ছেলে আফছার গাজী (৪০)-কেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..