কয়রায় পানি কমিটির সাথে দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর খুলনা অফিসের প্রতিনিধিদের পক্ষ থেকে এক মতবিনময় সভা ২৬ আগস্ট(মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় মানব কল্যাণ ইউনিট হলরুমে অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে মতবিনময় করেন দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন খুলনা অফিসের মনিটরিং অফিসার মিল্টন সরকার, এসময় উপস্থিত ছিলেন উত্তরণের বাস্তবায়নে একসেস প্রকল্পের প্রজেক্ট অফিসার আফরােজা আক্তার, কয়রা উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান (মনু), সহ সভাপতি এম আনােয়ার হােসেন, পানি কমিটির সদস্য চঞ্চল মন্ডল,উত্তরণ একসেস প্রকল্পের উপজেলা কােঅডিনেটর ফয়সাল মন্ডল,একসেস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মেহেদী হাসান টিটু প্রমুখ। মতবিনিময় সভায় পানি কমিটির করনীয় ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গুরত্বপুর্ণ আলােচনানা অনুষ্টিত হয়।
এ জাতীয় আরো খবর..