খুলনার কয়রা-বেতাগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাইকগাছা জিরো পয়েন্টে মোড়ে ভাঙ্গাচোরা সড়কে ইট-বালি ফেলে সাময়িক সংস্কার কাজের উদ্বোধন করেন খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ।
তিনি শনিবার (১৬ আগষ্ট ) দুপুর ১ টার দিকে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে এ সংস্কার মূলক কাজের উদ্বোধন করেন।
বেতাগ্রাম- কয়রা সড়কের বিভিন্ন ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।ফলে ভারী বর্ষণে ঐ সমস্ত স্থানে পানি জমে সড়কের যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।কয়রা-পাইকগাছা উপজেলার মানুষ ইতিমধ্যে একাধিকবার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করলেও সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ চোখে পড়েনি।তাই সাধারণ মানুষের জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে সাময়িক সড়ক সংস্কারের কাজ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী নায়েবে আমীর গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ এস এম আমিরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,জেলা ইউনিট সদস্য এ্যাডঃ লিয়াকাত আলী, এ্যাডঃ আব্দুল মজিদ, আব্দুল মোমিন, পৌর নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল-মামুন, সাবেক ছাত্র শিবির নেতা রুহুল আমিন, শ্রমিক নেতা ডাঃ আসাদুল ইসলাম, শফিয়ার রহমান ও এস কে ফজলুর রহমান সহ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..