খুলনার কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
৩০ আগস্ট(শনিবার ) বিকাল ৫টায় কয়রা জিরো পয়েন্টে (মধুর মোড়) কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অর্ধ শতাধিক নেতাকর্মীর উপর রাষ্ট্রীয় সেনাবাহিনী,পুলিশ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি(জাপা)সহ ১৪ দলের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন সঞ্চালনায় এবং উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, মুক্তি বিষয়ক সম্পাদক জি এম তরিকুল ইসলাম,খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান মোড়ল,অর্থ সম্পাদক শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..