নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারী, ২০২৫ | বৃহস্পতিবার | বিকাল ৬:৫৭
খুলনার কয়রা উপজেলায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। তবে শ্রেনীভেদে একত্রে সব বিষয়ের বই সব শিক্ষার্থীকে দেওয়া সম্ভব হয়নি। তারপরও নতুন বই হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায়
কয়রা উপজেলা রিসোর্স সেন্টারের হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
শিক্ষার্থীদের পাঠে মনযোগী হতে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির অভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি গুরুত্বারোপ করেন।এছাড়া মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে মোবাইল ফোন না আনার আহবান জানান।
কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুলী বিশ্বাস এসব কথা বলেন।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর লোকমান হোসেন,কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোধার চন্দ্র ঢালী , কয়রা উপজেলা প্রেসকাবের সভাপতি শরিফুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা মদিনাবাদ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত)সুপার শাহাদাত হোসেন প্রমুখ ।
এছাড়া অনু্ষ্ঠান শেষে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন কয়রা উপজেলার নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।