খুলনা, বাংলাদেশ
শুক্রবার | জানুয়ারী ১০, ২০২৫ | ০৬:২৯ বিকাল
logo

কয়রা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন'২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০২৪ | শনিবার | রাত ১১:২২

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। " শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ২৮ ডিসেম্বর ,শনিবার বিকাল ৩ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও নব নিযুক্ত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্যা শাহাবুদ্দীন আহমদের  সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওঃ অলিউল্লাহ।

অধ্যাপক মাওঃ অলিউল্যাহ বলেন, "শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে, ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের সকল সহযোগিতা করতে হবে ইসলামি রাষ্ট্র গঠনে শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি পবিত্র হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেন শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মুজুরী পরিশোধ করতে হবে।"

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি মোঃ আলি আকবার মোড়ল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, জেলা যুগ্ম সাধারণ মোঃ আল আমিন গোলদার, কয়রা উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলার সভাপতি হিসেবে পুনরায় নিযুক্ত হন মোল্যা শাহাবুদ্দীন আহমদ, কমিটিতে অন্যান্যরা হলেন সেক্রটারি মোঃ নজরুল ইসলাম,  সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) মোসাঃ মাসুরা খাতুন,  প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগ, কোষাধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, তা' লিমুল সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সদস্য মোঃ আঃ সামাদ, মোঃ আব্দুর রহিম, মোঃ সিরাজুল ইসলাম।